Press Release

আন্তর্জাতিক মানের থিম পার্ক রাইড তৈরি করছে রাহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ

দেশেই তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের থিম পার্ক রাইডস, খেলনা যা বর্তমানে দেশের গন্ডি পেড়িয়ে বিদেশে রপ্তানি যোগ্য। বর্তমানে দেশের বিনোদন পার্কগুলোর বেশিরভাগ রাইড দেশেই তৈরি হচ্ছে। এসকল রাইড টেকসই ও নিরাপদ এবং গুণগত মানের দিক থেকেও সন্তোষজনক। বর্তমানে গুটি কয়েক প্রতিষ্ঠানের ও ব্যক্তি পর্যায়ের উদ্যোগে দেশে গড়ে উঠেছে বিনোদন পার্ক রাইড তৈরি শিল্প। এতে সাশ্রয় হচ্ছে বৈদেশিক মুদ্রা, তৈরি হচ্ছে কর্মসংস্থান। এমনকি বিনোদন পার্কের জন্য আমদানিকৃত রাইডগুলোও দেশেই তৈরি করা সম্ভব এবং অদূর ভবিষ্যৎ এ দেশের বাহিরে রপ্তানি যোগ্য।

দেশের অন্যতম সর্ব বৃহৎ এবং সবচেয়ে অভিজ্ঞ পার্ক, রাইড, খেলনা প্রস্তুত কারক প্রতিষ্ঠান রাহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। রাহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিগত ২০ বছরের অধিক সময় ধরে থিম পার্কের রাইড তৈরী ও বিক্রয় করছে। বর্তমানে রাহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের দেশব্যাপি একাধিক কারখানা এবং অফিস রয়েছে। তবে ঢাকার বসিলাতে ওয়ার্কশপটি হওয়ায় খুব সহজেই আপনি আপনার রাইডটি পছন্দ করতে পারবেন নিয়ে যেতে পারবেন।

রাহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর রাইড গুলো বর্তমানে স্কুল, গার্ডেন, পার্ক, থিম পার্ক, রেসিডেন্সিয়াল সোসাইটিস, ক্লাব ও রিসোর্ট বা হলিডে হোম এর জন্য ব্যাবহার হচ্ছে। ২০ বছরেরও দির্ঘ সময় ধরে পার্ক তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত সকল প্রকার সমাধান দিয়ে আসছে। রাহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আরও যেসকল সার্ভিস দিয়ে থাকেঃ

  1. প্রজেক্ট ভিজিট
  2. কন্সাল্টেন্সি
  3. ডিজাইন ড্রইং
  4. রাইড তৈরি
  5. রাইডস ইম্পোর্ট
  6. কন্সট্রাকশন
  7. সাপোর্ট এন্ড সার্ভিসেস

রাহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পরিচালন দলের রাইড শিল্পে ২০ বছরের অভিজ্ঞতা আছে, যা দ্বারা উন্নত ও উৎকৃষ্ট মানের রাইড প্রস্তুত করে থাকে। ঢাকা ও ঢাকার বাইরে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় শতাধিক প্রতিষ্ঠান পার্ক, স্কুল ও শপিং কমপ্লেক্স কিডস কর্নার প্রস্তুত করার জন্য বেছে নিয়েছে রাহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের রাইডগুলো।

 

📞 Call Now: 01712950906 01715616427

 

বর্তমানে রাহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের দেশব্যাপি একাধিক কারখানা, থিম পার্ক এবং অফিস রয়েছে। ঢাকা হাজারিবাগে রাহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্পোরেট অফিস এবং এর কারখানার দেখা মিলবে কেরানীগঞ্জে’র ঘাটারচরে।

সুবিশাল এই ফ্যাক্টরিটি ঘুরে দেখা যায় দিন রাত ২৪ ঘন্টা চলছে কাজ। নিরলস পরিশ্রম, আধুনিক চিন্তাভাবনা এবং একনিষ্ঠ ভালবাসার মাধ্যমে গড়ে তুলছে একেকটি রাইড কিংবা খেলনা। কোম্পানিটি থিম পার্ক রাইড তৈরি করে থাকে তবে থিম পার্ক বাদেও শিশু পার্ক, স্কুল কিডস জোন, রেস্টুরেন্ট কিডস কর্নার এবং অন্যান্য শিশুদের খেলনা/রাইড প্রস্তুত করে থাকে।

রাহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এর অপারেশন চিফ এক্সকিউটিভ মোঃ মাসুদ পারভেজ বলেন “আমরা একটি বড় উদ্দেশ্যকে সামনে রেখে এ কোম্পানিটি প্রতিষ্ঠা করছি। মূলত আন্তর্জাতিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা দেশে আন্তর্জাতিক মান সম্পন্ন পণ্য (খেলনা/রাইড) উৎপাদন করছি। যার প্রায় সবই মডার্ন, আন্তর্জাতিক মানের, রপ্তানিযোগ্য। তবে আমাদের আন্তর্জাতিক বাজার ধরতে আগামীতে আমাদের উৎপাদন আরও বাড়ানো হবে।”

 

শুরু হয়েছিল ম্যানুয়াল রাইড তৈরি করার মাধ্যমে এই যেমন দোলনা, ইলেক্ট্রিক শাপলা রাইড, কিডস ট্রেইন সহ অন্যান্য আরও কিছু রাইড তৈরির মাধ্যমে। বর্তমানে তৈরি হচ্ছে বাম্পার কার, রোলার কোস্টার, ওয়াটার রাইডস সহ আরও শত রকম রাইডস। সর্বচ্চো সেলিং প্রোডাক্টগুলোর মধ্যে রয়েছে ওয়াস্টার্ন ট্রেন, হানি সুইং, ম্যারি গো সহ বেশ কিছু রাইড। অদূর ভবিষ্যতে  উন্নত মানের রাইড তৈরির পথে হাঁটছে যেমন ক্রেজি সার্কাস রাইডস, স্পিড উইন্ড হুইল সহ অন্যান্য।

Amusement Park Rides Online Shop | Buy Online Rides, Toys for Park, Garden, Roof Top Restaurant, School

📞 Call Now: 01712950906 01715616427
➦ Live Support: m.me/rahaengineering
✉ Mail Us: rahaengineeringworkshop@gmail.com
Showroom: Shop# 16,17,18 Washpur Madrasha Complex Market Near From Mohammadpur East Side of Bosilla Bridge Keraniganj, Dhaka-1312
◉ Industry House #60, Block# A, Ward# 9, Road-Gatarchor Washpur Keranigonj, Dhaka-1312
রাহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে তাদের অফিসিয়াল ওয়েব-সাইট  ( www.rahaengineeringworkshop.com ) ভিজিট করতে পারেন এছাড়াও সরজমিনে তাদের ফ্যাক্টরি ভিজিট করতে চলে যেতে পারেন রাজধানীর অদূরে কেরানীগঞ্জের ঘাটাচ্চরে।

Related posts

Leave a Comment