বাণিজ্যমেলায় ‘শিশু পার্ক’
শান্ত ইসলাম পড়ছে চতুর্থ শ্রেণিতে। বাবা-মায়ের সঙ্গে শনির আখড়া থেকে এসেছে বাণিজ্যমেলায়। এসেই চোখে পড়ে তার মতো শিশুরা চড়ছে ট্রেনে। তাই নিজেও বায়না ধরে বাবা-মায়ের কাছে। যেমন বায়না তেমন কাজ। চড়তে পেরেছে মজার ট্রেনে। শান্ত বলে, আমি কখনো আগে এই ট্রেনে চড়িনি। এখন থেকে প্রতিদিন মেলায় এসে এই ট্রেন চড়বো। বাণিজ্যমেলায় ‘শিশু পার্ক’ @ http://www.mzamin.com/article.php?mzamin=154165 বার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় রয়েছে শিশুদের জন্য দুইটি মিনি শিশু পার্ক। একটি রাহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, আরেকটি শারীকা ফ্যান্টাসি ইমাজিন ওয়ার্ল্ড। রাহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে রয়েছে শিশুদের জন্য বেশ কয়েকটি রাইড। এর মধ্যে ফ্যামেলি ট্রেইন, ওয়ানডার হুইল,…
Read More