র তাদের অর্ডার দিয়ে সম্পূর্ণভাবে সন্তুষ্ট হয় তা নিশ্চিত করা। যদি, কোন কারণে, আপনার অর্ডারের নির্ভুলতার সাথে আপনি ১০০% সন্তুষ্ট নন, আমরা আপনার অর্ডারটি ঠিক করব, আপনার অ্যাকাউন্টকে ক্রেডিট করব
Press Release

আন্তর্জাতিক মানের থিম পার্ক রাইড তৈরি করছে রাহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ

রাহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শীর্ষস্থানীয় শিল্পকৌশল কোম্পানী যা বিগত ২০ বছরের অধিক সময় ধরে থিম পার্কের রাইড তৈরী ও বিক্রয় করছে। ঢাকার প্রাণকেন্দ্র থেকে কাছেই বসিলাতে ওয়ার্কশপটি হওয়ায় খুব সহজেই আপনি আপনার রাইডটি পছন্দ করতে পারবেন নিয়ে যেতে পারবেন।

 

আন্তর্জাতিক মানের থিম পার্ক রাইড তৈরি করছে রাহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ @ বাংলাএনএন

রাহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পার্ক ডিজাইন ও ডেভেলপ, কিডি ও ফ্যামিলি রাইডস, মাল্টি  একটিভিটি প্লে গ্রাউন্ড সিস্টেম, কন্সাল্টেন্ট এ্যামিউজমেন্ট রাইড ইত্যাদির ম্যানুফ্যাকচারার হিসেবে সুনামের সাথে কাজ করছে। এই রাইড গুলো আপনি আপনার স্কুল, গার্ডেন এবং পার্ক, কন্সট্রাকশন সাইট অফিস, রেসিডেন্সিয়াল সোসাইটিস, ক্লাব ও রিসোর্ট বা হলিডে হোম এর জন্য নিতে পারবেন।

দ্রুত উন্নয়নের একটি উচ্চ প্রযুক্তির উদ্যোগ হিসাবে রাহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আন্তর্জাতিক মান সঙ্গে তার নিজস্ব আধুনিক
খেলনা উত্পাদনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিগত ২০ বছরের অধিক সময় ধরে। রাহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পরিচালন দলের রাইড
শিল্পে ২০ বছরের অভিজ্ঞতা আছে, যা দ্বারা উন্নত ও উৎকৃষ্ট মানের রাইড প্রস্তুত করে থাকে। ঢাকা ও ঢাকার বাইরে সারা
বাংলাদেশের বিভিন্ন জায়গায় শতাধিক পার্ক, স্কুল ও শপিং কমপ্লেক্স কিডস কর্নার প্রস্তুত করার জন্য বেছে নিয়েছে রাহা
ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের রাইডগুলো।

আমাদের লক্ষ্যঃ

আমাদের লক্ষ্য হল আমাদের গ্রাহকদের মান নিশ্চিত করা একটি সাশ্রয়ী মূল্যে উচ্চ মানের পণ্য সরবরাহ করা, গ্রাহকের সন্তুস্তি
অর্জন ও পন্যের গুণগত মান ঠিক রেখে সেবার মান সর্বোচ্চ করা। প্রায় দুই যুগ ধরে গ্রাহকের সেবাই আমাদের লক্ষ্য।

 

ম্যানুফ্যাকচারার-প্রত্যক্ষ মূল্যায়নঃ

রাহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে ক্রয় করার সময়, আপনি প্রস্তুতকারকের কাছ থেকে সরাসরি ক্রয় করছেন, এবং ক্রয়ের সময়
আপনার পন্য যাচাই বাছাই করে ট্রায়াল দিয়ে নেয়ার সুযোগ ও রয়েছে। বর্তমানের অতি-প্রতিযোগিতামূলক দ্রব্যমূল্যের উর্ধগতির
সময়েও আপনি এখানে তুলনামূলক কম মূল্যে রাইড ক্রয়ের নিশ্চয়তা পাবেন এবং আমাদের কারিগরি প্রশিক্ষিত গ্রাহক পরিষেবা
প্রতিনিধিরা আপনাকে পথের প্রতিটি পদক্ষেপে নিয়ে যাবে।


উপকরণ ও গুণমানঃ

রাহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রতিটি পন্য বা রাইড তৈরীর সময় কঠোর ভাবে এর গুণগত মান নিয়ন্ত্রন করা হয়। বাচ্চাদের জন্য
তৈরীকৃত রাইড গুলোর উপকরনগুলো ও বাছাই করা হয় বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে এবং অধিক মজবুত করে।আমরা কেবল গম্ভীরভাবে গুণ গ্রহণ করি না, আমরা এটি নিশ্চিত করি! আমাদের লক্ষ্য গ্রাহকদের তাদের অর্ডার দিয়ে সম্পূর্ণভাবে সন্তুষ্ট হয় তা নিশ্চিত করা। যদি, কোন কারণে, আপনার অর্ডারের নির্ভুলতার সাথে আপনি ১০০% সন্তুষ্ট নন, আমরা আপনার অর্ডারটি ঠিক করব, আপনার অ্যাকাউন্টকে ক্রেডিট করব, অথবা সম্পূর্ণ রিফান্ড প্রদান করব।

Related posts

Leave a Comment