রাহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শীর্ষস্থানীয় শিল্পকৌশল কোম্পানী যা বিগত ২০ বছরের অধিক সময় ধরে থিম পার্কের রাইড তৈরী ও বিক্রয় করছে। ঢাকার প্রাণকেন্দ্র থেকে কাছেই বসিলাতে ওয়ার্কশপটি হওয়ায় খুব সহজেই আপনি আপনার রাইডটি পছন্দ করতে পারবেন নিয়ে যেতে পারবেন।
Press Release

নিজের বাড়ি’তে জমি রয়েছে? নতুন ব্যাবসা’র কথা ভাবছেন?

নিজের বাড়ি’তে জমি রয়েছে? নতুন ব্যাবসা’র কথা ভাবছেন? তৈরি করে নিতে অনেক সম্ভাবনাময়ি ব্যাবসায়িক প্রজেক্ট থিম-পার্ক। রাহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, আমরাই দেশের সবচেয়ে বৃহৎ এবং পুরাতন পার্ক রাইড প্রস্তুতকারক। আমাদের রয়েছে ৩০ বছরের ঐতিহ্য। যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুনঃ ০১৭১২৯৫০৯০৬ ।

আমাদের কাজের মান যাচাই করতে আমাদের সদ্য প্রস্তুত পার্কে কিংবা আমাদের ওয়ার্কশোপে আপনি আমন্ত্রিত।

• Raha Engineering Workshop (ShowRoom)
| Mohammadpur Bosilla Bridge
| Shop no-1,2,3 Washpur Madrasa Complex Market
| www.rahaengineeringworkshop.com
| 01712950906

 

রাহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পার্ক ডিজাইন ও ডেভেলপ, কিডি ও ফ্যামিলি রাইডস, মাল্টি একটিভিটি প্লে গ্রাউন্ড সিস্টেম, কন্সাল্টেন্ট এ্যামিউজমেন্ট রাইড ইত্যাদির ম্যানুফ্যাকচারার হিসেবে সুনামের সাথে কাজ করছে। এই রাইড গুলো আপনি আপনার স্কুল, গার্ডেন এবং পার্ক, কন্সট্রাকশন সাইট অফিস, রেসিডেন্সিয়াল সোসাইটিস, ক্লাব ও রিসোর্ট বা হলিডে হোম এর জন্য নিতে পারবেন।

Related posts

Leave a Comment